এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর ইছাখালী পদ্মা পুকুর পাড়ে অবৈধভাবে এস্কেলেটর দিয়ে মাটি কাটার ছবি খুলতে গেলেই আনোয়ারা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সুশান্ত শীলের উপর চওড়া হোন স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটার দিকে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার ওপর শারীরিকভাবে নির্যাতন করে। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান আনোয়ারা প্রেসক্লাব ও আনোয়ারার কর্তব্যরত সকল সাংবাদিকবৃন্দ। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। ঘটনার খবর পেয়ে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইশতিয়াক ইমন ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহাম্মদকে বিষয়টি অবহিত করেন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইশতিয়াক ইমন, আনোয়ার থানা (ওসি) কে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। আনোয়ারা থানার (ওসি) সোহেল আহাম্মদ কর্তব্যরত এসআই ও কনস্টেবল কে দ্রুত ঘটনাস্থলে পাঠান। আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গেলেই, তার আগে সন্ত্রাসীরা মাটি কাটার এস্কেভেটর ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। আনোয়ারা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সুশান্ত শীলের ওপর হামলার ঘটনায় আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
অন্যথায় আনোয়ারা প্রেসক্লাবসহ সকল সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনগণকে নিয়ে আরো কঠিন আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।