এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামেরবাঁশখালীতে কোটা আন্দোলনে ১৭০০ জন নিহত হয়েছে বলে ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট করে গ্রেফতার হয়েছেন রেজাউল আজীম (২৬) নামে এক যুবক। সে ২০১৮ সালে বাঁশখালীতে হিন্দু মন্দিরে হামলা, তাণ্ডব ও নাশকতা মামলার জেল ফেরত আসামি। বুধবার (৩১ জুলাই) রাতে বাঁশখালী সদরের মিয়ারবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। রেজাউল আজীম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা গ্রামের মৃত দানু মিয়ার পুত্র। বাঁশখালী থানা পুলিশ জানায়, গ্রেফতার রেজাউল আজীম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে নানা উস্কানিমূলক পোস্ট ও লেখালেখি করে আসছিলেন। তার বিরুদ্ধে ২০১৮ সালে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সর্বশেষ বুধবার রাতে কোটা আন্দোলনে ১ হাজার ৭ শত মানুষ মারা গেছে বলে এক উস্কানিমূলক পোস্ট দেন রেজাউল আজীম। পোস্টটি দ্রুত সময়ে ছড়িয়ে পড়লে এক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে রেজাউল আজীমকে গ্রেফতার করে পুলিশ। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, রেজাউল আজীমের বিরুদ্ধে ১৮ সালের নাশকতা মামলাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় একটি চক্র রয়েছে। যারা বাঁশখালীতে বসে দীর্ঘদিন ধরে সরকার বিরোধী কর্মকাণ্ড উস্কে দিচ্ছিল। অপকর্ম আড়াল করতে আবার সাংবাদিক হিসেবেও পরিচয় দিয়ে আসছিল আটক রেজাউল আজীম। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় থানা পুলিশ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।