এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় অটোরিকশার গ্যারেজে আগুন লেগে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্র এবং পাশে থাকা একটি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা (১নম্বর ওয়ার্ড) নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। চরপাথরঘাটা ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাইফুদ্দিন মানিক জানান, ভোর ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। আগুনে নুরুল আমিনের ছেলে আনিছুর রহমানের গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা ১টি মোটরসাইকেল এবং ৩ টি মাহিন্দ্র পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা তার ভাই নজরুল ইসলামের একটি মুদির দোকানও সম্পন্ন পুড়ে ছাই বলে তিনি জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন। কর্ণফুলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন বলেন, রাত ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।