এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় মো.জাহেদুল ইসলাম নামের এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের একটি মার্কেটের নিচ তলায় অভিযুক্ত ছাত্র লীগ নেতার দোকানে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছাত্র লীগ নেতা মো.আরিফ বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ছাত্র লীগ নেতার কাঁচির আঘাতে আহত মো.জাহেদুল ইসলাম বোয়ালখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কধুরখীল সুলতান সওদাগর বাড়ির মো.আবু তৈয়বের ছেলে। জাহেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখেছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন। জাহেদুল ইসলাম বলেন, উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাসের সুবাদে আরিফের সাথে পরিচয় হয়। আরিফ ঈদ উপলক্ষে দোকানে মালামাল তুলতে টাকা ধার চায়। আরিফকে বিশ্বাস করে গত ১০ মার্চ নগদে ২ লাখ টাকা ধার হিসেবে দেই। তিনি আরও বলেন, ধারের টাকার মধ্যে গত ৯ এপ্রিল ৪৫ হাজার টাকা পরিশোধ করবে বলেছিলো আরিফ। সে অনুযায়ী তাকে একাধিকবার ফোন করলে সে রিসিভ করেনি। বুধবার সকালে তার দোকানে গেলে টাকা না দিয়ে তালবাহানা শুরু করে। এরএক পর্যায়ে মারধর শুরু করে এবং কাঁচি দিয়ে আঘাত করে। কাঁচির আঘাতে বাম হাতের বাহুতে রক্তাক্ত জখম হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।