এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে চট্টগ্রামে গত ১৬ জুলাই জামায়াত- বিএনপির নৈরাজ্যের সময় মুরাদপুরে বেলাল মসজিদের পাশের বিল্ডিংয়ে ছাদ থেকে ফেলে দেওয়া গুরুতর আহত ছাত্রলীগ নেতাদের দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার (২৮ জুলাই) বিকেল ৫টায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে শিবিরের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা জালাল উদ্দীন জোবায়ের, মো: ইকবাল, মো: সোহেলকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী আহত ছাত্রলীগ নেতাদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ।