এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যেতে চট্টগ্রাম মহানগর এলাকায় লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) নগরের পাঁচলাইশ, পাহাড়তলী, চকবাজার থানাসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জামায়াত নেতারা নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
গণসংযোগকালে জামায়াত নেতারা বলেন, সরকার আবার ও দলীয় সরকারের অধীনে ১৪ ও ১৮ মার্কা একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। এবার ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে জনগণকে ধোঁকা দিতে চায়।
প্রহসনের নির্বাচন দেশকে আরও গভীর সংকটে নিয়ে যেতে পারে। তাদের বর্জন করে ভোটদানে বিরত থাকতে হবে। নেতারা বলেন, জনগণ সরকারের অনুগত মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
জামায়াতে ইসলামীসহ বিরোধী শীর্ষ নেতাদের জেলে বন্দি ও রাজনীতির মাঠ অসমতল রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা নির্বাচন কমিশনের তামাশা ছাড়া আর কিছু নয়।