এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মো. তারেক (২৪) হত্যা মামলার দুই ঘাতক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মো. সালাহ উদ্দিস থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার দক্ষিণ শাহমীরপুর গ্রামের মো. আবু তাহের এর ছেলে মো. কায়সার (৩৬) ও মো. আলমগীর (৪২)। একই মামলায় পলাতক রয়েছেন ৩ আসামি আবু তাহের এর ছেলে মো. আবছার (৩৩), মৃত নুর আলমের ছেলে মো. জামাল (২৯) ও ছিদ্দিক আহমদ এর ছেলে মো. বেলাল (৩২)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত (১৯ জুলাই) শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর উত্তম পাড়া এলাকার কর্ণফুলী নদীর পাড়ে একটি কাঠের নৌকায় ভিকটিম মো. তারেক ও তাঁর বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিলেন। পরে নৌকার মালিকপক্ষ এসে মো. আলমগীর, মো. কায়ছার ও মো. আবছার তাঁদের কে নৌকায় বসতে নিষেধ করেন। পরে দু’পক্ষের কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে নৌকার মালিকরা লাঠিসোঁটা নিয়ে তারেক কে বেশ মারধর করে। এতে তারেকের মাথায় প্রচুর জখম হয়। পরে তার সহপাঠি ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মো. তারেক এর বড় বোন ফরিদা আকতার (৩৬) বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়। ওদিকে মামলা রেকর্ড হওয়ার সাথে সাথে সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা এর সার্বিক দিক নির্দেশনায় এডিসি হুমায়ুন কবির ও কর্ণফুলী জোনের এসি আসিফ মো. গালিব এর তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ও ওসি তদন্ত মো. মেহেদী হাসান এর নেতৃত্বে এসআই মো. মোবারক হোসেন, এসআই মো. মিজানুর রহমানের চৌকস বুদ্ধিদীপ্ত অভিযানে মামলা হবার ২৪ ঘন্টার আগেই দুই ঘাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে ২ আসামি মো. আলমগীর ও কায়সার হোসেন মারধর করার কথা স্বীকার করেন। নিহত মো. তারেক বড়উঠান (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর গ্রামের জামালের বাপের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।