এম মনির চৌধুরী রানা, চট্টগ্রামঃ
চট্টগ্রামের পটিয়ায় এবার এক রাতে খামারের ১৯ টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের সম্মুখে এআরএইচ এগ্রো খামারে এ গরু ডাকাতির ঘটনা ঘটে। ২২ জনের একটি ডাকাতদল খামারের প্রহরী আবদুল মান্নান (৪০) কে চোখ বেঁধে মারধরও করেন। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের সম্মুখে ব্রীক ফিল্ড এলাকায় বেলাল-হেলাল নামের দুই সহোদর প্রবাসী এআরএইচ এগ্রো ফার্ম নামে খামারের ব্যবসা করে আসেছিল। মঙ্গলবার রাত ২টার দিকে ডাকাতদল খামারে প্রবেশ করে প্রহরীকে মারধর করে লুণ্ঠিত গরুর গাড়িতে করে নিয়ে যায়। পরে উপজেলার গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় প্রহরীকে গাড়ি থেকে নামিয়ে দেন। গরু ডাকাতির খবর পেয়ে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির একটি টিম বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন। স্থানীয় মুবিনুল ইসলাম সুমন জানিয়েছেন, রাত ২টার পর ২২ জনের ডাকাতদল খামারে প্রবেশ ১৯টি উন্নতজাতের গরু লুট করে নিয়ে গেছে। ডাকাতদল প্রহরীকে চোখ বেঁধে মারধরও করেন। ২০২২ সালেও এ খামার থেকে ৮-১০টি গরু ডাকাতির ঘটনা ঘটে।
পটিয়া কালারপুর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা জানান, খামার থেকে ১৯ গরু নিয়ে যাওয়ার বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে আছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।