এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে নিখোঁজের ২দিন পর কর্ণফুলী নদী নিখোঁজ শফি (৩৫) নামে যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক। নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার লেইঙ্গা গোষ্ঠী বাড়ির কোরবান আলীর ছেলে।
সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, ‘পরিবারের লোকজন সকালে জানিয়েছেন নিখোঁজ শফির লাশ পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রক্রিয়া চলছে। গত ১৫ মে বুধবার দুপুর ২টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামক জাহাজে মাছ আনলোড করার সময় অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন শফি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি। ৪৮ ঘন্টা পর আজ সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক জানান, ‘বাংলাবাজার ঘাট থেকে সকালে নিখোঁজ শফির লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।