এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর সেন্ট্রাল সিটি হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নার্স না থাকায় হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকা ও চিকিৎসাসেবা যথাযথ না থাকায় গত ৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালটি বন্ধ করার নির্দেশনা এসেছে। আমরা বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছি। এর আগে গত ৪ মার্চ হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। সে সময় তিনি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স না থাকা ও প্রতিষ্ঠানটির ল্যাবেও প্রয়োজনীয় জনবল না থাকার প্রমাণ পান। তা ছাড়া নিয়ম অনুযায়ী যে সংখ্যক চিকিৎসক থাকার কথা তা না পাওয়ায় হাসপাতালটি সে সময় সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।