এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের ভেতরেই এ হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান রুহুল্লাহ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর শ্যালক।
রুহুল্লাহ চৌধুরীর বড় বোন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই ঘটনায় আসামিদের কেউ গ্রেপ্তার হলো না। আজকে একইভাবে তার ওপর সাইফুল মেম্বার ও নজরুল মেম্বারের লোকজন হামলা করেছে। তিনি বলেন, ‘হামলাকারীরা রুহুল্লার মোবাইল নিয়ে গেছে।
গাড়ির চাবি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি চেয়ারম্যান রুহুল্লাহ সরকারি ঘর দেবেন বলে দেলোয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছিলেন। ওই টাকার জন্য দেলোয়ার ইউনিয়নে গেলে চেয়ারম্যান তাকে মারধর করেন। পরে দেলোয়ারের লোকজন ও চেয়ারম্যানের ওপর হামলা করে।
আমাদের দুই-তিনজন অফিসার ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর নৌকার প্রার্থীর প্রচার বহরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক এমপির শ্যালক ও চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীসহ অন্তত ২৫ জন আহত হন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।