এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে-পিস্তল-উঁচিয়ে-গুলি-করা-যুবক-ব্ল্যাক-শামীম ভোট শুরুর পর আজ ৭ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনে পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায় শামীমকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার পঙ্কজ দত্ত বলেন, ‘অস্ত্র হাতে ওই যুবককে খুঁজছে পুলিশ। (সংঘর্ষে) জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে রবিবার সকালে চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলীতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম নাম ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, শামীমের দলীয় কোনো পদ না থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন।
ভোট শুরুর পর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনে পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২) নামের দুজন গুলিবিদ্ধ হন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, শামীম আজাদের হাতের অস্ত্রটি নাইন এমএম পিস্তল, যেটি ৭.৭৫ মডেলের চেয়ে উন্নত। ওই কর্মকর্তা জানান, শামীমের নামে চট্টগ্রামের মীরসরাই থানায় হত্যা ও চাঁদাবাজীর দুটি মামলা আছে।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, আমার অনেক অনুসারী আছে। গুলি করার বিষয়ে আমি অবগত নই। আমি বাসায় আছি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার পঙ্কজ দত্ত বলেন, ‘অস্ত্র হাতে ওই যুবককে খুঁজছে পুলিশ। (সংঘর্ষে) জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।