এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার (২৮ জুন) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মো. রেদোয়ান (৪৫) ও মো. শাহেদ (১৮)। তারা দুজনই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।অপরদিকে আহত দুইজন মহিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা, লামারবাজার ও নন্দনকানন স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪ ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক।
তিনি জানান, রাত ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি স্টেশনের ৮টি ইউনিট পাঠানো হয়। পরে ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। স্থায়ীয় সূত্রে জানা গেছে, তামাকমুন্ডি লেইনে আগুন লাগা মার্কেট টি পাঁচতলা ভবন। মার্কেটির প্রথম ও দ্বিতীয় তলায় মোবাইল এক্সোসরিজ, তৃতীয় তলায় বিভিন্ন অফিস, গুদাম ও মেস আছে। আগুন মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি হয় চারিদিকে। মার্কেটের সড়ক অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছিল না। বড় ক্রেইনও নেওয়া সম্ভব হচ্ছিল না। বাইরের মূল সড়ক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের।
নগরের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র রিয়াজুদ্দিন বাজার, তামাকুণ্ডি লেইনের বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠা। এগুলোর অধিকাংশেই মানা হয়নি বিল্ডিং কোড। একটি আরেকটির সঙ্গে লাগোয়া। পুরোনো ও জরাজীর্ণ ভবনও রয়েছে। আগুন লাগলে নির্বাপণের কোনো ব্যবস্থাও রাখা হয়নি। এসব মার্কেটের নেই কোনো পার্কিং ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা। নানা সময় ফায়ার সার্ভিস থেকে নোটিশ দিয়ে সতর্ক করা হলেও সমাধানে উদ্যোগ নেয়নি ব্যবসায়ীরা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।