এম মনির চৌধুরী রানা চট্টগ্রামঃ
পাঁচ আগষ্টের পর থেকে চট্টগ্রামে মামলা নিয়ে বাণিজ্য চলছে তবে পুলিশ রয়েছে বেশ সতর্কবার্তায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রামে অন্তত শতাধিক মামলা হয়েছে। কোনো কোনো মামলায় নিরীহ লোকজনও ফেঁসে গেছেন। এ কারণে সতর্ক হয়ে তদন্ত কার্যক্রম চালাতে চায় পুলিশ। তবে পুলিশের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এখন মামলা গুলো নিয়ে ব্যবসায় নেমেছে একটি চক্র। টাকার বিনিময়ে গ্রেপ্তার করিয়ে দেওয়া, গ্রেপ্তারের পর পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়া, মামলার তালিকা থেকে নাম বাদ দেওয়া অথবা আসামির তালিকায় নাম যোগ করা ইত্যাদি কথা বলে চক্রটি নিরীহ লোকজনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। ইতোমধ্যে এ ধরনের অভিযোগ জমা পড়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে। তাই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মামলাকেন্দ্রিক কোনো ধরনের লেনদেন না করতে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, মামলা থেকে বাদ দেওয়া অথবা আসামির তালিকায় নাম যোগ করা নিয়ে অনৈতিক লেনদেনের অভিযোগ আমরা পাচ্ছি। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, থানা গুলোতে সাম্প্রতিক সময়ে রুজু করা প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। সুতরাং মামলা থেকে কারও কোনো ধরনের অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করছি। প্রতারকচক্রের কোনো সদস্য প্রলোভন দেখালে তার বিরুদ্ধে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।