এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে বোয়ালখালীর কালুরঘাট এলাকায় টি কে তে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বোয়ালখালীতে টি.কে পেপার মিল নামের একটি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টা থেকে পূর্ব কালুরঘাট টি কে কেমিক্যাল লিমিটেড কমপ্লেক্সে শ্রমিক সংগঠনের ব্যানারে ২য় দিনের মতো এ কর্মসূচি পালন করেন কারখানাটির দুই শতাধিক শ্রমিক। এর আগে বুধবার (১২ জুন) শ্রমিক ছাঁটাই বন্ধ, ওভারটাইমে বৈষম্য এবং ১৫ জন শ্রমিককে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দাবি দাওয়ার কথা বলায় ১৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।এ আদেশ প্রত্যাহার করা না হলে কাজে যোগ দেবেন না তারা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন জানান, শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নেতাদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। বরখাস্তকৃত ১৫ জন ছাড়া বাকিদের যোগদানের কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। তবে এ ১৫ জন শ্রমিকের বিষয়ে দুই পক্ষই অনড় থাকায় সুরাহা হচ্ছে না।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।