মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রাম উত্তরজেলার মানবিক ও রক্তদাতা সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন “মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স ” এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধা সম্মাননা অনুষ্টান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (দুপুর) ২ ঘটিকায় হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকার হোটেল আল জামান অডিটরিয়ামে ‘মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স’ সংগঠন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ এর সঞ্চালনায়।
অনুষ্ঠানের উদ্বোধক হোমিওপ্যাথি পরিষদ বোর্ডের সদস্য ডাক্তার এম এ সোবাহান তালুকদার,সংবর্ধিত অতিথিঃবেওয়ারিশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন,ফাউন্ডার অব শাহ আনোয়ার রহঃ ফাউন্ডেশন লায়ন ডাঃহাফিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধা জনাব হামদু মিঞা ,
বিশেষ অথিতি মা এন্টারপ্রাইজ এর সত্বাদিকারী জনাব নাইম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে এহসান উল্লাহ জাহেদী,পরিতোষ শীল, সাংবাদিক সুমন পল্লব, ইঞ্জিনিয়ার ফয়সাল,গাজী মোহাম্মদ মাইন উদ্দিন, ওয়াহিদুল আলম,মোঃ করিম,মো.ইমন,সুলতানা নিজাম রাসু,জুবাইর হোসেন,আব্দুল আজিজ,খালেদ সায়ফুল্লাহ,শাহিয়া আলম আরজু,আবু বক্কর,আসিফ আহমেদ, শিমুল আহমেদ,আসিফ ,আয়েশা,ইসরাত জাহান নুসরাত,সাজ্জাদ বিন রুহান,আকলিমা,মোঃ মাহমুদ সাহেদ,শওকত,রায়হান,আদিল,জুলি,রাহিম,সামিরা সানজিদা, ইয়াসিন,তামিম,আদনান,আসাদ,সাইদ মারজুক,রহিম বাদশা,আসাদুজ্জামান শিমুল,মোঃআবি,
প্রবাসী সদস্য,আরিফ আহমেদ,সাজ্জাদ হোসাইন,শাহাদাৎ, রায়হান মোবারক, হেলাল ইমন,আবির ইমন,প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় হাটহাজারী থানা থেকে জোবরা পি,পি স্কুল, রাউজান থেকে পশ্চিম গহিরা ইউনুস সুফিয়া পাব্লিক উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি থেকে সমিতির হাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সুবিধা বঞ্চিত ও মুক্তিযুদ্ধা সম্মাননা ও অসহায়দের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।