শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন নিয়মিত চললে ও দোহাজারী রুটে বন্ধ কেন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

এম মনির চৌধুরী রানাঃ 

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকা ‘রহস্যজনক’ মনে করছেন ওই রুটের যাত্রীরা। তাদের প্রশ্ন নাজিরহাট লাইনে ট্রেন নিয়মিত চালু থাকলে দোহাজারী লাইনে কেন বন্ধ? অথচ এই রুটে ট্রেন চললে সড়কপথের তুলনায় যাত্রীদের যাতায়াত ও পণ্যপরিবহন খরচ কমে যাবে কয়েকগুণ। এছাড়া এলাকায় উৎপাদিত পণ্য পরিবহনে উন্মোচিত হবে নতুন দিগন্ত। এদিকে ওই রুটে ডেমু-ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মুহাম্মদ নাজমুল ইসলামের কাছে সম্প্রতি স্মারকলিপি দিয়েছেন সমাজসেবক ও মানবাধিকারকর্মী ডা. শাখাওয়াত হোসাইন হিরু। এ সময় সঙ্গে ছিলেন নজরুল ইসলাম আলমদার, আবুল হোসেন ছাবের, ফিরোজুল আলম চৌধুরী পলাশ প্রমুখ।

ডা. শাখাওয়াত বলেন, ‘আমি পটিয়ার খানমোহনা স্টেশনের বাসিন্দা। শৈশব থেকে দেখে আসছি, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে চার জোড়া ট্রেন চলাচল করত। একটি ডেমু ট্রেনও চলতো। সর্বশেষ ডেমুটিও বন্ধ হয়ে গেছে। চাকরি, ব্যবসা ও শিক্ষার জন্য দোহাজারী থেকে চট্টগ্রাম শহরে নিয়মিত আসা যাওয়া করেন হাজারো লোক। রেলওয়ে কর্তৃপক্ষ ডেমু ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোপূর্বে রেলওয়ের বিভিন্ন সভায় আমি ডেমু ট্রেন চালুর দাবি জানিয়ে আসছি। জানা গেছে, পাহাড়তলী লোকোশেড থেকে একটি ডেমু ট্রেন মেরামত শেষে শিগগিরই রেলপথে যুক্ত হবে। এটি চট্টগ্রাম-দোহাজারী রুটে চালু করলে ওই রুটের যাত্রীরা উপকৃত হতেন। শাখাওয়াত বলেন, ‘নাজিরহাট লাইনে ট্রেন নিয়মিত চালু থাকলে আমাদের চট্টগ্রাম-দোহাজারী লাইনে কেন বন্ধ থাকবে? অভিযোগ রয়েছে, দোহাজারী লাইনের অনেক যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন। এতে সরকার রাজস্ব হারায়। ক্ষতিগ্রস্ত হয় রেলওয়ে। যাত্রীদের টিকিট ছাড়া ট্রেনে না চড়ার অনুরোধ জানিয়ে শাখাওয়াত বলেন, ‘আপনারা একটি শক্তিশালী যাত্রী কল্যাণ সমিতি গঠন করুন। যা নাজিরহাট যাত্রী সমিতির মতো কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘নাজিরহাট লাইনের যাত্রীরা দোহাজারী লাইন থেকে রেলওয়েতে আয় (রাজস্ব) অনেক বেশি দিচ্ছে। সেজন্য কারিগরি ত্রুটি ছাড়া কখনও নাজিরহাট লাইনে ট্রেন বন্ধ থাকে না কিংবা এ যাবত বন্ধ হয়নি। যাত্রীদের প্রতি শাখাওয়াতের অনুরোধ, ‘যদি তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েন তাহলে পরবর্তী স্টেশনে নেমে হলেও টিকিট করবেন কিংবা নিজ নিজ গন্তব্যে নেমে টিকিট করে নিবেন। এদিকে চট্টগ্রাম রেলস্টেশনের ভিআইপি লাউঞ্জে সম্প্রতি একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়। এতে ছালেহ আহম্মদ-হাসান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু ছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আনজুমান আরা বেগম। এতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ডা. শাখাওয়াত বলেন, ‘পটিয়া দোহাজারীর বুকের ওপর দিয়ে ট্রেন যদি কক্সবাজারে চলাচল করতে পারে; তাহলে দোহাজারী লাইনে কেন ট্রেন চলবে না ।

তিনি অবিলম্বে দোহাজারী লাইনে ডেমু ট্রেন এবং নাজিরহাট লাইনের মত সাধারণ ট্রেনও চলাচলের ব্যবস্থা করার দাবি জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।