মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম ত্যাগ করেছে পদ্মা সেতুর জন্য চীন থেকে আনা ১৫টি রেল ওয়াগন। শনিবার ও রোববার বন্দর থেকে এসব বগি খালাস করা হয়।
রোববার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয় ৭টি। এর আগে শনিবার (১০ ডিসেম্বর) খালাস হয় ৮টি ওয়াগন। জাহাজ থেকে এসব ওয়াগন জেটিতে রেল ট্র্যাকে নামানো হয়। এরপর ইঞ্জিন লাগিয়ে বন্দর থেকে খালাস করা হয়।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো কার্যক্রমটি সম্পন্ন করে সংশ্লিষ্টরা। এর আগে গত ৭ ডিসেম্বর পদ্মা সেতুর ১৫টি ওয়াগন ও অন্যান্য পণ্য নিয়ে বন্দরের ১২ নম্বর জেনারেল কার্গো বার্থে ভেড়ে টয়ো ওয়ার্ল্ড নামের জাহাজ। বাকি মালামাল খালাস শেষে নামানো হয় ওয়াগনগুলো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।