এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপির আহবায়ক কমিটি। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। দলকে তৃণমৃল সুসংগঠিত করার লক্ষ্যে থানা ও ওয়ার্ডে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলপ্ত ঘোষণা করা হয় বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে বলে জানান মহানগর বিএনপির এই আহবায়ক। এছাড়া সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার বিষয়টি। ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলা এবং আমাদের জাতীয় পাতকা অবমাননার নিন্দা জানান নেতৃবৃন্দ। নেতবৃন্দ বলেন, আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদে মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পারিতে মাছ শিকারের যড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিব আমরা। এদিকে আজ বিকাল ৩টায় বাংলাদেশি হাইকমিশনে হামলা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।