মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে এসএসসির ফল পুনঃনিরীক্ষণে সাড়ে ১৪ হাজার আবেদন সদ্য ঘোষিত ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সাড়ে ১৪ হাজার আবেদন জমা পড়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) পর্যন্ত অনলাইনে এসব আবেদন জমা পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।তিনি বলেন, এসএসসি পরীক্ষার ঘোষিত বিভিন্ন বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে ১৪ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথমপত্রে। এ বিষয়ে ৭ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ২৪ ডিসেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে— বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ১৪ হাজার ৫২৫ পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ইংরেজি প্রথমপত্রে সাত হাজার ৪৯৩ জন, দ্বিতীয়পত্রে চার হাজার ২৯৪ জন, বাংলা প্রথমপত্রে দুই হাজার ৪৭৮ জন, দ্বিতীয়পত্রে এক হাজার ৫৬৩ জন, গণিতে তিন হাজার ২৪০ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৫০৫ জন, অর্থনীতিতে ১৪২ জন, ব্যবসায় উদ্যোগে এক হাজার ১০ জন, হিসাববিজ্ঞানে ৪৪৯ জন, পদার্থবিজ্ঞানে এক হাজার ২৪২ জন, জীববিজ্ঞানে এক হাজার ৪৩৮ জন, রসায়নে এক হাজার ৮৩৪ জন, উচ্চতর গণিতে এক হাজার ৫৭৯ জন, ভূগোল ও পরিবেশে ২৫৬ জন, পৌরনীতিতে ২৬৪ জন, কৃষিশিক্ষায় ৩৩৪ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ২৫৩ জন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ২৩৩ জন আবেদন করে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।