মোহাম্মদ আতিকুল্লাহ, চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম - খাগড়াছড়ি মহা সড়কে বাইক ও পিকআপের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক মাসুদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
২৫ শে ডিসেম্বর সোমবার দুপর বেলা সাড়ে ১২টার সময় হাটহাজারী পৌরসভাধীন মুন্সির মসজিদ এলাকা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মাসুদ।
তার বন্ধু আরমান জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার সে মারা যায় । মাসুদের পরিবারের বরাত দিয়ে সে জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক রেফার করলে সেখানে ভর্তি করে চিকিৎসা শুরু করে কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু তার আধ ঘন্টা পরেই মৃত্যু হয় মাসুদের।
নিহত মাসুদ সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুন্সির পুরান বাড়ির আবুল কালাম সওদাগরের পুত্র।
সে হাটহজারী উপজেলা মার্কেটে একটি কাপড়ের দোকানে কর্মরত ছিল তার দোকানের পাশ্ববর্তী দোকানে টেইলার্সে থাকা জাবের নামে এক কর্মী বলেন,মাসুদ খুব ভালো ছেলে ছিল,সবার সাথে খুব মিশুক ছিল, হাসিমুখে চলা ফেরা করতো গতরাতে আমার সাথে তার সঙ্গে কথা হয়েছে পার্বতী জেলা খাগড়াছড়ি তে যাওয়ার জন্য তার ফোন নাম্বার ও আমি মোবাইল সেইভ করে নিলাম, কিন্তু আর হল না,
এদিকে তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।