মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
আগামি ১২ অক্টোবর দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর পবিত্র স্মৃতির স্মরণে স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।৪ অক্টোবর বুধবার চবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য ও গাউছুল আজম মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান সংক্রান্ত কার্যকরী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীণ আখতার।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান সংক্রান্ত কার্যকরী কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, সদস্য অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী, সহযোগী অধ্যাপক ড. শেখ সাদী, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, ডিরির মেম্বার সেক্রেটারি ও চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান কাজী মোহাম্মদ সাইফুল আচফিয়া, ডিরির প্রশাসনিক সমন্বয়ক মহিউদ্দীন এনায়েত।
আগামি ১২ অক্টোবর দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর উদ্যোগে চবিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ব্রাজিলের ইউনিভার্সিডাডে ফেডারেল দো পারা (ইউএফপিএ) এর ডান্স কলেজের অধ্যাপক ড. জিসেলে গুইলহন এন্তুনেস কামারগো। ডিরির ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।