কক্সবাজারের চারটি সংসদীয় আসনের তিনটিতে নৌকা ও অপরটিতে কল্যাণের হাতঘড়ি জয় পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে তারা জয় পেয়েছেন। এতে এবারসহ টানা তিনবার জয় পেয়ে হ্যাটট্রিক জয় নিশ্চিত করলেন কক্সবাজার-২ ও ৩ আসনের আশেক উল্লাহ রফিক এবং সাইমুম সরোয়ার কমল। আর টানা দ্বিতীয়বার সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন কক্সবাজার-৪ আসনের বর্তমান এমপি শাহীন আকতার বদি।
এছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জয় পেয়ে চমক দেখিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তার কাছে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য জাফর আলম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, নানা উত্তাপ ছড়ালেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে চকরিয়া-পেকুয়া আসনের নির্বাচন। তবে পৃথক পৃথক অভিযোগের কারণে চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল, দক্ষিণ ফুলছুড়ি প্রাথমিক বিদ্যালয় ও মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই তিন কেন্দ্রের ফলাফল ছাড়াই এই আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট। যদিও ভোট শেষ হওয়ার ৫০ মিনিট আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংসদ সদস্য ও এ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে হ্যাটট্রিক জয় পেয়েছেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। ২০১৪ ও ২০১৮ এর ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ ৯৭ হাজার ৪৭৬ ভোট পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহেশখালি ও কুতুবদিয়া উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। এতে ৩৯ দশমিক ৪ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাতেই বেসরকারিভাবে ফলাফলে নৌকা প্রতীকে আশেক উল্লাহ রফিক ৬২ হাজার ৯৮০ ভোট বেশি পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙ্গর প্রতীকের (বিএনএম) মুহাম্মদ শরীফ বাদশা পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট।
আশেকের মতো হ্যাটট্রিক জয় পেয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল। পর পর তিনবার আওয়ামী লীগের নৌকা নিয়ে জয় পান তিনি। জেলা সদর আসনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) সাইমুম সরওয়ার কমলের প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ব্যারিস্টার মিজান সাঈদ। তবে অনিয়মের অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন। এ আসনে ১৭৬টি কেন্দ্রে নৌকার পেয়েছে এক লাখ ৬৭ হাজার ২৯ এবং ঈগল পেয়েছে ২১ হাজার ৯৪৬ ভোট। তিন উপজেলায় ভোটার রয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন।
এছাড়া স্বামী বদির ম্যাজিকে প্রথমবারের মতো দ্বিতীয়বারও সংসদ আসন দখল করেছেন কক্সবাজার-৪(টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য শাহীন আকতার বদি। সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যাজিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এক লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী শাহীন আক্তার।
রোববার (৭ জানুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নৌকা প্রতীকের শাহীন আক্তার ৯০ হাজার ৩৭৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল বশর পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।