প্রশান্ত বিশ্বাস (যশোর) প্রতিনিধিঃ
যশোরের জেলার অন্তর্গত বাঘারপাড়া উপজেলা ধলগ্রাম ইউনিয়ন, সুইচগেইট নামক এই ব্রিজ সংলগ্ন রাস্তা দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে।
স্কুল কলেজ মাদ্রাসা যাতায়াত করে কোমলমতি শিশুদের চলাচল, রয়েছে । বীরপ্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের, বীরপ্রতীক বালিকা মাধ্যমিক বিদ্যালয় ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ধলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে সপ্তডিংগা প্রি-ক্যাডেট স্কুল ও সনামনি প্রি-ক্যাডেট স্কুল সহ এই ইউনিয়নে রয়েছে আনুমানিক শতাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ও জনসাধারণের চলাচলের প্রধান সড়ক।
এছাড়াও ব্রিজ দিয়ে শত শত ভ্যান গাড়ি, অটোরিকশা, হোন্ডা, নসিমন, ছোট মাঝারি থেকে ভারি যানবাহন, কয়েকশত গ্রামবাসীর প্রান কেন্দ্র ধলগ্রাম হাট বাজার, সহ নিত্য প্রয়জনীয় কাজের জন্য উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে যোগাযোগের মাধ্যম মূল এই সড়ক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর পূর্বে নির্মিত এই ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যেকনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা , আরও বলেন যশোর, খুলন, মাগুরা ঢাকা, শর্ট কাট রাস্তা হওয়ার অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বলে জানিয়েছেন।
এমন পরিস্থিতি যে কনো মূহুর্তে দূর্ঘটনার ঘটতে পারে প্রাণহানী তাই উক্ত সমস্যার সমাধান কল্পে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।