মুন্সিগঞ্জের সিরাজদিখানে আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম চরসাংহারদী (চসুমদ্দীনচর) মাদরাসার ১৫তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ ডিসেম্বর বাদ আসর হতে গভীর রাত পর্যন্ত মাদরাসা সংলগ্ন মাঠে মাদরাসার আয়োজনে বালু্রচর বাজার বণিক সমিতি সভাপতি সৈয়দ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম চরসাংহারদী (চসুমদ্দীনচর) মাদরাসার উপদেষ্টা সৈয়দ আলতাফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন কেরাণীগঞ্জ জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওঃ মুফতী ইলিয়াছুর রহমান জিহাদী।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওঃ মুফতী শাহ জালাল সিনিয়র শিক্ষক, আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসা, ঢাকা। হযরত মাওঃ মুফতী মাহমুদ হাসান ইমাম, খতীব, মুহতামীম চরসাংহরদী(চসুমদ্দীনচর) মাদরাসা।
অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ শেখ আলাউদ্দিন, সৈয়দ আক্তার হোসেন, আসাদ সরকার, শেখ সাইজুদ্দিন, শেখ আমির হোসেন, আমির হোসেন সরকার আব্দুল হামিদ, শেখ শামসুদ্দিন,শেখ সালাউদ্দিন, হাজী শেখ জামির হোসেন, শেখ সুলাইমান, মোঃ আবুল হোসেন।
ওয়াজ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন অত্র মাদরাসার সভাপতি শেখ রমিজউদ্দিন মাদবর ও সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন।