মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নে প্রসূতি মায়েদের জন্য ২৪/৭ (সার্বক্ষণিক) ডেলিভারী সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম জহিরুল ইসলাম, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নোয়াখালী। ইফতেখার আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নোয়াখালী। ডাঃ কামরুল হাসান, সহকারী পরিচালক, (সিসি) নোয়াখালী। লোকমান হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোম্পানীগঞ্জ নোয়াখালী। আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, ৮নং চর এলাহী ইউনিয়ন পরিষদ, কোম্পানীগঞ্জ নোয়াখালী।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও চর এলাহী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার মোঃ আনোয়ার হোসেনের তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন থেকে চর এলাহী ইউনিয়নের গর্ভবতী মায়েরা তাদের নিজ আঙ্গিনায় ডেলিভারী সেবা পেয়ে থাকবেন। তাদেরকে আর কষ্ট করে মাইজদী কিংবা বসুরহাট গিয়ে এ সেবা নিতে হবে না। বক্তারা আরও বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও চর এলাহী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অজপাড়া গাঁয়ে সেবা টি চালু হওয়ায় এখানকার মা ও বোনেরা সার্বক্ষণিক সেবা পেয়ে থাকবেন। তারা বলেন নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ। এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আগত অতিথিরা।