চাঁপাইনবাবগঞ্জ-১ আসন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিতরণের জন্য নিয়ে যাওয়া টি শার্ট-হুডি জব্দ, জরিমানা
রিপোর্টার নামঃ
-
আপডেট সময়
শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
-
৯২
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের পক্ষে ভোটারদের মাঝে বিতরণের জন্য নিয়ে যাওয়া ৪৬০ পিস টি-শার্ট ও হুডি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৩০টি প্লাস্টিকের প্রতীকী ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া এলাকায় একটি মিনি ট্রাক থেকে এ সব জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবগঞ্জ সোনামসজিদ সড়কের পুখুরিয়ায় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সেখান থেকে টি-শার্ট, হুডি ও প্রতীকী ট্রাকগুলো জব্দ করা হয়। সামগ্রীগুলো ভোটারদের মাঝে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন ট্রাক চালক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ট্রাক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিবেন রিটার্নিং কর্মকর্তা।
সাংবাদ পড়ুন ও শেয়ার করুন
আরো জনপ্রিয় সংবাদ