বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা পশ্চিমপাড়া পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু শিশুর নাম পার্থিব ঢালী শিশুটি একই এলাকার সাদ্দাম ঢালীর ছেলে। নিহত শিশুর বয়স আনুমানিক ২বছর বুধবার (৮ ফেব্রুয়ারী)সকাল ৯ টার দিকে পাশের বাড়ি হরেন্দ্রনাথ গাইনের পুকুরে অসাবধানতা অবস্থায় পড়ে যায়। দীর্ঘ সময় পর পুকুরের পানিতে ভেসে উঠলে বিপ্লব কুমার গাইন দেখতে পায়। এসময় বিপ্লবসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।