বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, আরিফুল ইসলাম, মানস কুমার তালুকদার, মোঃ মনিরুজ্জামানসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিতুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মাধুরী চক্রবর্তী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সুজিৎ কুমার হীরা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা লিলি মজুমদার, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে সুরশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি সুনীল কুমার মজুমদার, শ্রেষ্ঠ কাব শিক্ষক কাজী কামরুল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষার্থী জায়েমা মারিয়াম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার ও শ্রেষ্ঠ কর্মচারী সুদীপ্ত রায়কে সংবর্ধনা প্রদান করা হয়।