সবুজ শিকদার,বাগেরহাট থেকেঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাবেক এক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ মে ) রাতে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পরানপর গ্রামে এ ঘটনা ঘটে। মোঃ মিজানুর রহমান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
খবর পেয়ে রবিবার (২৮ মে) সকালে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি অচিরেই চোরদের শনাক্তসহ গ্রেফতার করতে সক্ষম হবো।
ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান মেম্বার জানান, আমি বাড়িতে ছিলাম না,আমার দাদা মারা গেছে আমি সেখানে ছিলাম। সকালবেলা বাড়িতে এসে দেখি সবাই ঘুম। তারপর আমি অনেক ডাকাডাকির পরে কারোর কোনো সাড়া না পেয়ে। আমার ঘরে চারটি দরজা আমি সব গুলো ঘুরে দেখি একটা দরজার ছিটকিনি বাইরে থেকে টানা। তখন আমি দরজা খুলে ঘরের ভিতর ঢুকে আমার ঘরের আলমারির কাচ ভাঙ্গা দেখতে পাই।আমি সবাইকে অনেক ডাকাডাকির পরে যে দেখি সবাই অজ্ঞান অবস্থায় ঘুমায় আছে। তখন আমি বুঝতে পারি আমার ঘরে চুরি হয়েছে। সবকিছুর খোঁজখবর নিয়ে দেখি ঘরের গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যায়।
উপজেলার পরানপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাবেক মেম্বারের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।