বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
কিডনিসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু। পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল আলম বাবু, প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক কালের কণ্ঠ, বিডি নিউজ, ও দিগন্ত টিভিসহ একাধিক শীর্ষ গণমাধ্যমে পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
তার ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে বর্তমানে একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ছে। দীর্ঘদিনের অসুস্থতার কারণে অর্থ সংকটে ভুগছিলেন তিনি, এমনকি খেয়ে না খেয়ে দিন কাটাতেন। চিকিৎসার খরচ চালাতে তিনি বাধ্য হয়ে পঞ্চগড় শহরের কামাতপাড়া মহল্লার ছয় শতক ভিটেমাটি বিক্রি করতে বাধ্য হন।
সাংবাদিকতার ময়দানে তার অবদান অমলিন হয়ে থাকবে, কিন্তু তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ এবং পঞ্চগড়বাসীর হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে।