নিজস্ব প্রতিবেদকঃ
ইয়াও ওয়েন বলেন, আশা করা যায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ (শেখ হাসিনার সফরে) নতুন উচ্চতায় পৌঁছাবে।
টানা চতুর্থবার সরকার গঠনের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ফেব্রুয়ারিতে প্রথম সরকারি সফরে জার্মানি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে প্রথম দ্বিপক্ষীয় সফরে তিনি প্রথমে ভারতে নাকি চীনে যাবেন, তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে কয়েকটি সংবাদমাধ্যম লিখেছে, জুনের শেষ সপ্তাহে ভারত সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সেই সফর হবে ভারতের নির্বাচনের পর।
তবে কোনো দিনক্ষণ না জানিয়ে তিনি বলেন, আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও সেই সংবাদটি পত্রিকায় দেখেছি।
ভারতের নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুনে বলে জানা গিয়েছে দেশটির উচ্চ মহাল থেকে।