আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পরিচালিত উগ্র জঙ্গীবাদী হামলার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আ.হ.ম. তারেক উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সদস্য নাজমুন নাহার মুন্নি, জেলা যুব লীগের আহবায়ক মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা সৈনিকলীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু প্রমুখ।
বক্তারা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, মিথ্যা তথ্য ভিত্তিক এই প্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের রাজ পথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে হবে।
অবস্থান কর্মসূচি থেকে প্রতিদিন দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের অবস্থান নেওয়ার জন্য আহবান জানানো হয়।