মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম থেকেঃ
১৪ই এপ্রিল রোজ জুমাবার হাটহাজারীস্ত মারকাজুল কুরআন ইসলামিক একাডেমি মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানর তাৎপর্য শীর্ষক আলোচনা ও সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান আসিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত মজলুম জননেতা হাটহাজারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা নাসির উদ্দীন মুনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার সাহেব, মাওলানা জাকারিয়া নোমান ফয়জি,মাওলানা ইয়াসিন সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাসির উদ্দিন মনির বলেন শতবর্ষের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের শাখা সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ । অত্র সংগঠনের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে আমাদের সেই ইতিহাস স্মরণ করে নিজেদেরকে জাতির সূর্য সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। জাতের ক্রান্তি লগ্নে একজন কর্ণধার হিসেবে সর্বোচ্চ মানের সেবা দিয়ে যেতে হবে। আমাদের উপর যা মুসিবত এসেছে তা হলো আল্লাহ তায়ালার পক্ষ হতে একটি পরীক্ষা মাত্র এ পরীক্ষা যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম,বুজুর্গানে দ্বীন দিয়েছেন। আমাদেরকেও সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃঢ় মনোবল নিয়ে সমাজ, রাষ্ট্র, ও ইসলামের সেবায় নিয়োজিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইমরান সিকদার সাহেব বলেন, আপনারা ছাত্র, আপনাদেরকে বড়দের জীবনী অধ্যায়ন করতে হবে। বিশেষ করে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী, হোসাইন আহমদ মাদানী,শায়খ আব্দুল মোমেন ইমাম বাড়ি, মাওলানা নুরু হোসাইন কাসেমী সাহেব রহিমা হোমুল্লাহ।শাইখ জিয়াউদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী সাহেব গনের জীবনী অধ্যায়ন করে উনাদের মত নিজেদের জীবন গড়ে তুলতে হবে ।সমাজের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে।সেজন্য প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। মনে রাখবেন, নিজেদের চরিত্র সুন্দর না হলে, পুরো পৃথিবীর অলংকার দিয়ে সাজালেও আমাদেরকে সুন্দর লাগবে না। সেজন্য জ্ঞানও চরিত্র দ্বারা নিজেদেরকে সজ্জিত করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক।
অনুষ্টান পরবর্তী মাওলানা নাসির উদ্দীন মুনির এর মোনাজাতে ইফতার মাহফিল সমাপ্ত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র জমিয়ত নেতা মাহমুদ হাসান, হাফেজ মুসলিম উল্লাহ, হাফেজ রাইহান, কারা নির্যাতিত ছাত্র নেতা সালাউদ্দিন,হাফেজ শরিফ আল হাসান, মুস্তাফা প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।