আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী বাঁশপচাই ছিটমহলে বোয়ালমারী বাঁশপচাই আদর্শ একাডেমিতে শিক্ষার গুনগতমান নিশ্চিতকরন ও বাল্যবিবাহ রোধকল্পে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃজনাব মোহাম্মদ উল্যাহ,জেলা প্রসাশক, লালমনিরহাট
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ
জনাব সাইফুল ইসলাম, পুলিশ সুপার,লালমনিরহাট।জনাব কামরুজাম্মান সুজন,চেয়ারম্যান উপজেলা পরিষদ।জনাব জান্নাতআরা ফেরদৌস,উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সদর।
জনাব বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ,প্রাক্তন কমান্ডার,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।জনাব দীপঙ্কর রায়,পরিবার পরিকল্পনা অফিসার,লালমনিরহাট সদর।
জনাব লিপিকা দক্ত,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,লালমনিরহাট সদর।
জনাব জিল্লুর রহমান,সহকারী শিক্ষা প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, লালমনিরহাট।জনাব ফেরদৌসী বেগম বিউটি,কবি ও সাহিত্যক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃজনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট ও সাধারন সম্পাদক আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা।সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেনঃগতো কয়েক বছরে এই বিলুপ্ত ছিটমহলের মসজিদ,মন্দির,রাস্তা পাকাকরনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এবং বোয়ালমারী বাঁশপচাই আদর্শ একাডেমির ১তলা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে।সামনে এই স্কুলটি ৪তলা করা হবে এবং এক মাসের মধ্যে স্কুলের নিচু মাঠ ভরাট করা হবে।ছিটমহলে আগামী সাতদিনের মধ্যে কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুধু হবে।
অনুষ্ঠানে
বক্তারা অভিভাবক ও ছাএ-ছাএীদের উদ্দেশ্য শিক্ষার মান উন্নয়নমূলক এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক বক্তব্য রাখেন।