আলী আজীম, মোংলা (বাগেরহাট)
অসহায় ও ছিন্নমূল শিশুদের নিয়ে নিজের জন্মদিনের কেক কাটলেন মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।
বুধবার (৫ জুলাই) বিকেলে কুমারখালিস্থ নিজ বাসভবনের সামনে এসব শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, শিশুদের কেক খাওয়ানোসহ তাদের জন্য সু-স্বাদু খাবারের ব্যবস্থা করা হয়।
পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, শিশুদের নিয়ে জন্মদিন পালনের আনন্দটা বলে বোঝাতে পারবো না। আমি সর্বদা দুস্থ, অসহায় ও এতিমদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। এই শিশুদের সেবাযত্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।