মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা আগামী ০৭/০১/২০২৪ইং তারিখে। টাংগাইল ৭ মির্জাপুর আসনে জমে উঠেছে নির্বাচনি আমেজ।এ-ই আসনে সম্ভব্যনাময় ৭/৮ জন প্রার্থী রয়েছে। এ-ই আসনে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ ও স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু। খান আহমেদ শুভ তিনি গত ২০২২ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য একাববর হোসেন এর মৃত্যুর পর আসনটি শূন্য হয়ে যায় পরে এ-ই আসনে উপ নির্বাচন হলে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। খান আহমেদ শুভর রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতা প্রবীণ রাজনীতিকবিদ টাংগাইল জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক পুরস্কার পাওয়া ফজলুল রহমান খান ফারুক সাহেব দক্ষিণ মির্জাপুরের সন্তান। ও সদ্য পদত্যাগকারী মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
মীর এনায়েত হোসেন মন্টু উপজেলার গোড়াই ইউনিয়নের সন্তান তিনি। মীর এনায়েত হোসেন মন্টু গোড়াই ইউনিয়ন পরিষদের পাঁচ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিন বারের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন সরজমিনে ঘুরে দেখা যায় চায়ের দোকান, পাড়া মহল্লা অলিতে-গলিতে এ-ই দুই প্রার্থীর নাম-ই। ভোটের মাঠে দুই জনই এগিয়ে রাখছে ভোটাররা। অপর দিকে বি এন পি ভোটের মাঠে না থাকায় এ-ই আসনে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রাত-দিন পরিশ্রম করে মানুষের কাছে যাচ্ছে দুই হেভিওয়েট দুই প্রার্থীর কর্মিরা।সাধারণ ভোটারের মতামত যেহেতু এখানে বি এন পি নির্বাচনে নেই আর আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন হবে ভোটাররা কাকে বেচে নিবে তা বুঝা মুশকিল হেভিওয়েট দুইজনই রাজনৈতিক পরিবারের সদস্য। অপর দিকে গামছা মার্কা ডাব মার্কা সহ সকল নেতা কর্মিরা প্রতীক পাওয়ার পর ভোটের জন্য জনসংযোগ করবে বলে আশা করে। সাধারণ মানুষের অপেক্ষা আছে ১৮/ ১২/২০২৩ তারিখে প্রতিক পাওয়ার পর বুঝা যাবে রাজনৈতিক কোন পথে যাবে।