বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় শিব মন্দিরে এসে শেষ হয়।ধর্মীয় এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বামনডাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলু রাম রায় ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিং।
শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।
পরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রতিবছর বিশ্বের হিন্দু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।