মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে টাংগাইল মির্জাপুর ৭ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল কালাম আজাদ লিটন বলেন জনপ্রতিনিধি হলো পবিত্র দায়িত্ব।
কাজেই আমি সেই দায়িত্ব পালন করার মত সামর্থ বা যোগ্যতা আছে মনে করে যদি আমাদের শ্রদ্ধেয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেন, তবে সেই দায়িত্ব পরিপূর্ন ভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ .
কিন্তু এই দায়িত্ব পাওয়ার স্বার্থে কারোর সাথে ঝগড়া বিবাদ হানাহানি বা নিজ দলের মধ্যে গ্রোপিং বা কাউকে অসন্মান করব না… এমনকি আমার কোন কাজে আমার দলের বা আমার নেত্রীর কোন ক্ষতি হবে সেটা কখনো করব না ইনশাল্লাহ।
কারন দায়িত্বে নিজের কোন স্বার্থ থাকে না, বরং নিজেকে উৎসর্গ করতে হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি যদি আমাকে মনোনয়নে নৌকার মাঝি হতে দেয় আমি তা অক্ষরে অক্ষরে পালন করিব। তিনি শতভাগ আশাবাদী তিনি এবার নৌকার মাঝি হবে। আর যদি তাকে মনোনয়ন না দেয়। দল যাকে মনোনয়ন দিবে দলের জন্য তার হয়ে কাজ করিব এটা আমার ওয়াদা।