আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলায় বাজিকর খন্ড এলাকায় জমি নিয়ে বিরোধে ঘেরের বাসায় হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মোংলা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোড়ল আমির হোসেন।
অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার (১৯ আগষ্ট) সকালে প্রতিপক্ষের একদল সুন্দরবন ইউনিয়নের বাজিকর খন্ড এলাকায় মোড়ল আমির হোসেন (৭৫) এর পৈতৃক ও ক্রয়কৃত ভোগ দখলীয় ঘেরের বাসায় দা, কুড়াল, লোহার রড ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘেরের ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ঘরে থাকা মাছ বিক্রি করা নগদ ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা ও মাছসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় হামলাকারীরা। এ সময় ঘেরের চৌকিদার মোঃ জিয়া সরদার বাঁধা দিতে আসলে তাকেও মারধর করতে আসে হামলাকারীরা এবং পরবর্তীতে লোকজন নিয়ে এসে ঘের দখলের হুমকি দেয় তারা।
হামলাকারীরা হচ্ছে একই গ্রামের মৃত সাব্বাছ আলী মোড়লের ছেলে ও মোড়ল আমির হোসেনের আপন বড় ভাই মোঃ শের আলী মোড়ল (৭৮) সহ তার দুই মেয়ে।
অভিযোগে মোড়ল আমির হোসেন আরো বলেন এসব বিষয়ে স্থানীয় ভাবে অনেক বার সালিশ বৈঠকের ব্যবস্থা করলেও প্রতিপক্ষরা এতটাই বেপরোয়া যে তারা স্থানীয় সালিশ তোয়াক্কা করে না।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ শের আলী মোড়ল বলেন, আমি আমার জায়গায় গেছিলাম। সেখান থেকে কলা ও মাছ নিয়ে আসছি। তবে আমরা কোন ভাংচুর করি নাই।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।