মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ(৩ রা জানুয়ারি) রোজ শুক্রবার হাটহাজারী পৌরসভাধীন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতির কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ সালের শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান জাগৃতির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ.বি.এম মশিউজ্জামান উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম। উক্ত শপথ বাক্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাশেদ চেয়ারম্যান, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, মোহাম্মদ জসিম উদ্দিন নির্বাচন কমিশন কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫ -২৬ ও প্রধান শিক্ষক হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ আছলাম মোর্শেদ আহবায়ক ও সাবেক সভাপতি, জাগৃতি উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ সাহিদুল আলম যুগ্ম আহ্বায়ক, জাগৃতি। উক্ত শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এ.বি. এম মশিউজ্জামানের উপস্থিতিতে নবনির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ জসিম উদ্দিন নির্বাচন কমিশন, কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫- ২৬ শপথ বাক্য শেষে জাগৃতি কার্যালয়ে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম মশিউজ্জামান। শপথ বাক্য ও কম্বল বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মশিউজ্জামান বলেন, নির্বাচনে আহবায়ক কমিটির ভূমিকা অপরিসীম। তাই আমি আহবায়ক কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২৬ সালের জন্য যারা নির্বাচিত হয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, আপনারা যারা নির্বাচিত হয়েছেন, আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখবো, জাগ্রতির যে সুনাম ছিল আপনারা সেই সুনাম ধরে রাখার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, আমি জেনে অত্যন্ত আনন্দিত হলাম, জাগৃতির ২য় তলায় লাইব্রেরীতে ১০ হাজার বই রয়েছে। এটা অত্যন্ত খুশির সংবাদ। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা রাখবো, আপনারা যদি এই লাইব্রেরিটি ইয়ং জেনারেশন যারা রয়েছে তাদের বই পড়ার জন্য ব্যবস্থা করেন, তাহলে তারা উক্ত লাইব্রেরীর বই পড়ে উপকৃত হতে পারবে। শপথ বাক্য ও কম্বল বিতরণ শেষে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমি নির্বাচন কমিশন হিসেবে চেষ্টা করেছি। উক্ত নির্বাচনটি যেন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হয়। নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে আমি আপনাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলেছি,আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তিনি আরো বলেন, নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু উক্ত নির্বাচন করতে আমার বেশি পরিশ্রম করতে হয়নি কারণ সর্ব ক্ষেত্রে আপনার আমাকে সহযোগিতা করেছেন। উক্ত নির্বাচনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ ওসমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা, সহ-সভাপতি মোঃ বখতিয়ার, উপ সহ-সভাপতি মোঃ তাজ উদ্দিন খোকন , যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, প্রকল্প সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মিনহাজুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজিজুল মুমিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম, পাঠাগার সম্পাদক মোঃ ইমরুল মোনাফ রিসাত, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক মোঃ মোরশেদুল আলম চৌধুরী, মিলনায়তন সম্পাদক
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।