শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
আজ সোমবার( ১৪ নম্ভবর) ভোর ৫টার সময় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি । নিহত মুক্তিযোদ্ধার স্বজন সূত্রে জানা যায়, মৃত্যু কালে তারঁ বয়স হয়েছিল ৭০ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, ১ছেলে, ৪মেয়েসহ
অনেক আত্মীয় স্বজন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই জিয়াউর রহমান। তিনি বলেন
আমার বড় ভাই ফরজ এর নামাজের পরপর
মৃত্যু কূলে ঢলে পড়েন।
তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুনালী গ্রামের মৃত সাজিদুর রহমান-তারাবানু দম্পতির ছেলে আজিজুর রহমান। যার বেসামরিক গেজেট নং (৩১২৫)। তিনি মহান মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট সাব সেক্টরের অধীনে যুদ্ধেযোগ দেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে, দেশ মাতৃকার সম্মান রক্ষায়, মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে, রণাঙ্গনে ঝাপিয়ে পড়েছিলেন, এই বীর সেনানি ।
নিহতের আত্মীয় স্বজনরা জানান, (বীর মুক্তিযোদ্ধা) আজিজুর রহমান এর জানাজা
নামাজ দুপুর ২টার সময় গোলকপুর মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি (ইনচার্জ) সজীব দেব রায় বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান আজিজুর রহমান সাহেব এর জানাযার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে (রাষ্ট্রীয় মর্যাদা) গার্ড অফ অর্নার প্রদান করা হবে। এরপর চিরনিদ্রায় শায়িত করা হবেন পারিবারিক কবরস্থানে।