নিজেস্ব প্রতিনিধিঃ
২৫শে এপ্রিল রোজ শনিবার সকাল ৮টা হতে ১০,৩০পর্যন্ত সিপাহিপাড়া জেলা কার্যালয়ে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার এপ্রিল মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সিগঞ্জ জেলা কমিটির মুহ্তারাম সভাপতি মুফতি এমদাদুল হক আরেফি দাঃবাঃ এবং জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমী সঞ্চালনায়
সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন,সংগঠনের কাজকে বেগমান করার লক্ষ্যে দায়িত্বশীল ও ওলামায়ে কেরামদের কে আরো দায়িত্ববান হতে হবে।
এ ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , জেলা সহ সভাপতি মুফতি হাবিবুল্লাহ ফরাজী,সহ-সাধারণ সম্পাদক মুফতি বেলাল হোসেন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ গৌরনদী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম ফয়েজী,সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুস সালাম সৈয়দপুরী, দপ্তর সম্পাদক, মাওলানা আবু হানি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মাওলানা মনিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মুফতি মোশাররফ হোসেন প্রমুখ ।
উল্লেখ উক্ত আলোচনা সভায় ছাড়া ও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ।