আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
"শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা" এই প্রতিপাদ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে সাতক্ষীরার পিটিআই সংলগ্ন মাঠে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বৃষ্ণপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ লায়লা পারভীন সেঁজুতি।
সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, মোল্ল্যা শহিদুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি এমপি সেঁজুতি বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। দুর্নীতিযুক্ত একটি প্রতিষ্ঠান, একটি দেশকে দুর্বল করে ফেলে। সেজন্য প্রতিটি বিদ্যালয়ে সরকারের দেওয়া বিভিন্ন বরাদ্দগুলো সঠিক ভাবে ব্যবহার করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ থাকবে। খেলাধুলার পরিবেশও থাকবে। তাহলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও এগিয়ে যাবে।
খেলাধুলার মাধ্যমে তাদের মৃধা, মন ও শরীরের বিকাশ ঘটে। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলার সামগ্রীগুলো স্কুলের মধ্যে আটকে না রেখে সেগুলো শিক্ষার্থীদের ব্যবহার করতে দিতে হবে। খেলার সামগ্রীগুলো স্কুলের শিক্ষার্থীরা ব্যবহার করছে কিনা সেটা শিক্ষা কর্মকর্তাদেরও তদারকি করতে হবে।তাহলে শিক্ষার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীরা স্মার্ট হবে।
সরকার একসাথে ২৬ হাজার বেসরকারি স্কুলকে সরকারি করেছে। তেমনি চলতি বছরে সারাদেশে তিন ধাপে ৪৬ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে। যা অন্যকোন সরকারের আমলে হয়েছে বলে মনে হয় না।সেজন্যতো বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।
পরে তিনি শিক্ষা সপ্তাহে সাতক্ষীরার সাতটা উপজেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষা অফিসের স্টলগুলো পরিদর্শন করেন এবং সরকার উন্নয়নমুখী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলারোয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।