আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“আপনার সচেতনতাই আমার নিরাপত্তা”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সড়ক নিরাপদ দিবস ২০২৪ইং উপলক্ষে ফরিদপুর জেলা শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ যায়গায় ঘুরে ঘুরে সড়কের নিরাপত্তা নিশ্চিত করনে গতিরোধক এবং জেব্রা- ক্রোসিং গুলো রং করেন মঙ্গলবার (২২অক্টোবর) রাত ১০ টা থেকে ২ টা পর্যন্ত ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের সদস্যরা।
এ সময় এ সি আই মটরস এর টেরিটোরি অফিসার ইফতেখারুল ইসলাম রেশাদ,সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবনে হোসাইন,ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের এডমিন সোহান মিয়াসহ গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রুপের এডমিন সোহান মিয়া বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর বিভিন্ন যায়গাই ঘুরে ঘুরে গতিরোধক এবং জেব্রা- ক্রোসিং গুলো রং করার মাধ্যমে পুনরায় দৃশ্যমান করা হয়। আমাদের মূল লক্ষ্য সড়কের দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনা। এছাড়াও আমরা নিদিষ্ট গতিসীমায় গাড়ি চালানোসহ বিভিন্ন সচেতনতা করা হয় সবার মাঝে।
তিনি আরো বলেন,রাস্তায় চলাচলের নিয়ম কানুন এবং সাবধানতার সাথে চলাচলে যেমন নিশ্চিত হবে বাইকারদের ঘরে ফেরা তেমনি এড়ানো সম্ভব হবে দুর্ঘটনা। ধন্যবাদ সকলকে যারা আজকে এই সারা রাত জেগে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।