মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম থেকেঃ-
আজ (১৪)ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ৯টা থেকে দুপর ১২টা পর্যন্ত মানবিক সংগঠন জাফত নগর ব্লাড ডোনার্স এর উদ্দ্যোগে সৈয়দ বাড়ি দরবার শরীফ আওলাদে রাসূল পীরে কামেল মুর্শিদেবরহক
রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত হযরত্বলহাজ্ব আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহঃ) এর ওরশ শরীফ উপলক্ষে পশ্চিম ফতেহপুর উচ্চ বিদ্যালয় ময়দানে ফ্রি খতনা, নাক কান সাজানো ও ব্লাড ক্যাম্পিং আয়োজন করেন। বুধবার সকাল ৯টা দুপুর ১২টা পর্যন্ত ১৫০ জনের মধ্যে ব্লাড টেষ্ট সম্পন্ন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জাফত নগর ব্লাড ডোনার্স এর প্রধান উপদেষ্টা, জানাব জিয়া উদ্দীন জিয়া।
এবং উপস্থিত ছিলেন অএ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ইসমাইল হোসেন, ক্যাম্পিং শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা জানাব জিয়া উদ্দীন জিয়া কে শুভেচ্ছা বিনিময় করেন
অএ সংগঠনের সদস্য মোঃ,মোঃ মহিন,,মোঃ ওমর ফারুক,মোঃ জমির উদ্দিন,মোঃ আরফাত,মোঃ রকি,মোঃ তসলিম,মোঃ মাহমুদ,মোছাঃ নিশা চৌধুরী প্রমুখ