মুরাদ মিয়া,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মুলধারার সক্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে ২০০৭ সালে প্রতিষ্টিত “জামালগঞ্জ প্রেসক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক (২০২৫-‘২৬ ইং) মেয়াদে জামালগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় দৈনিক নয়াদিগন্ত, এনটিভি ইউরোপ ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ সভাপতি-নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্ধন্ধি প্রার্থী শেরে আলম শেরু (দৈনিক সুনামগঞ্জ সময়) ভোট শুরুর ঠিক পূর্ব মুহুর্তেই তার প্রার্থীতা প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সুনামকণ্ঠ)১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি (প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী) জিয়াউর রহমান (দৈনিক শ্যামল সিলেট) পেয়েছেন-০৫ ভোট ও মো: শাহীন আলম (দৈনিক ইত্তেফাক) তার প্রার্থীতা প্রত্যাহার করেন। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যার পর দৈনিক সুনাম কন্ঠের জামালগঞ্জ কার্যালয়ে জামালগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব দায়িত্ব পালন করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার ( দৈনিক সুনামগঞ্জের খবর) ও নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য বায়েজিদ বিন ওয়াহিদ( দৈনিক সুনামকণ্ঠ), মহসিন কবির দৈনিক জৈন্তা বার্তা), দিল আহমেদ,দৈনিক উত্তর পূর্ব,আব্দুস সামাদ আফিন্দী নাহিদ দৈনিক আলোকিত সকাল। নির্বাচনে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ ( সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ ও ভোরের কাগজ) ও হাবিবুর রহমান (দৈনিক যুগান্তর) , সম্মানিত সদস্য বিশ্বজিত রায় (সিলেট মিরর ও সুনামগঞ্জের খবর), আ: আহাদ (দৈনিক সুনামগঞ্জের সময়), সাইফুল্লাহ ( ফাল্গুনী টিভি ও দৈনিক আমার সময়)। নির্বাচন শেষে বিজয়ীরা আগামী দিনে মূল ধারার সক্রিয় গণমাধ্যম কর্মীদের নিয়ে হাওর অঞ্চল তথা দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। মুরাদ মিয়া,সুনামগঞ্জ ২৭.১২.২০২৪ইং