এম এ মান্নান,বিশেষ প্রতিনিধি:
নারীর জীবনে জলবায়ুর প্রভাব: ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর শুভ উদ্বোধন করেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুক মিয়া।
সোমবার বিকশিত নারী নেটওয়ার্ক সাচনা বাজার ইউনিয়ন কমিটির উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হলরুমে নারী নেত্রীর ফলোআপ সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের নারীর ক্ষমতায়ন ইউনিট এর শাহীনা আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সাইফ উল্লাহ ও মোজাম্মেল হক।
সভায় জলবায়ু পরিবর্তন কী, জলবায়ু পরিবর্তনের কারণ, মানুষ পরিবেশ ও প্রকৃতির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটতে পারে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে সকল সংকট তৈরী হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন, বৈশিক প্রেক্ষাপটে নারীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট এবং বাংলাদেশে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সংকট মোকাবেলায় আমাদের করণীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক করে করণীয় নির্ধারণ করা হয়। এতে অংশ নেন, সাচনা বাজার ইউনিয়নের নারী নেত্রী মনোয়ারা, জোসনা, কল্পনা, রাবিয়া, জাহানারা, কাজল, সাহেদা, লুৎফা, ভীমখালী ইউনিয়নের নারী নেত্রী রহিমুন, হনুফা, গোলাপ জান, রাহেলা, রিপা, শিরিনা, ফুল নেছা প্রমূখ। ##
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।