জাল- স্বাক্ষর করে ইউপি চেয়ারম্যানের এলজি এসপির টাকা আত্মসাতের চেষ্টা
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার ২০২০-২১ ও ২০২১-২২ ইং অর্থবছরের উত্তর পাড়া সামাদের বাড়ির পুর্ব পাশে ইউপি রাস্তায় ইউ ড্রেন নির্মান প্রকল্পের দুই,লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সমস পাড়া ঠান্ডা রাইস মিলের উত্তর পার্শ্বে ইউপি রাস্তায় কালভাট নির্মান প্রকল্পের তিন,লক্ষ টাকা ভুয়া কাগজপত্র তৈরি ও জাল সহি স্বাক্ষর করে নিয়ম নীতি ভঙ্গ করে প্রকল্পের সমুদয় অর্থ উত্তলনের চেষ্টা করলে প্রকল্প সভাপতি ইউপি সদস্য জাহিদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখত অভিযোগ করেছেন।
অপর দিকে তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার অতি দরিদ্রের জন্য কর্ম সংস্থান কর্মসুচি (ইজি পিপি) কর্মসুচির আওতায় পুর্ব সমসপাড়া গ্রামের মুর্তজা মিয়া চেয়ারম্যানের অনুমতি ক্রমে প্রথমে ৫দিন ও ৬ নং ওয়ার্ডে ৩২ দিন কাজ করার পর ৩৭ দিনের টাকা পেলেও, পরবর্তী ২০ দিনের টাকা না পেয়ে চেয়ারম্যান কে জানালে তিনি বিভিন্ন তালবাহানা করছেন।
এ ব্যাপারে মুর্তজা মিয়া আইডি কার্ড নং ২৮২৬৭৩৫৬৩৭ উপজেলা নির্বাহী বরাবরে প্রতিকার চেয়ে একটি অভিযোগ দাখিল করেন।