কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ৭২ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক বাগেরহাটের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের মাঠ কর্মের অংশ হিসেবে তারা এই পরিদর্শন করেন। সোমবার (৫ ডিসেম্বর) শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত টিমকে বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সম্পর্কে ধারণা প্রদান করেন বাগেরহাট জাদুঘরের কাষ্টডিয়ান মোহাম্মদ যায়েদ।
এ সময় তারা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট জাদুঘর, চুনাখোলা মসজিদ, বিবি বেগনি মসজিদ, খানজাহান রহঃ এর বসতভিটা, খানজাহান রহঃ এর প্রাচীন রাস্তা, খানজাহান (রহঃ) এর মাজার, নয়গম্বুজ মসজিদসহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন। এইসময় চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভিজুয়ালি ইমপায়ার্ড মোঃ সাইফুল ইসলামকে ব্রেইল পদ্ধতির মাধ্যমে বাগেরহাট জাদুঘরের ইতিহাস ঐতিহ্য এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর সম্পর্কে ব্যাপক ধারণা প্রদান করা হয়।